রাজধানীতে ভোট ক্রয়কালে আটক ৩ : ডিএমপি


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৭ এপ্রিল ২০১৫

রাজধানীর পৃথক তিন স্থানে নগদ অর্থ দিয়ে ভোট ক্রয়ের চেষ্টাকালে তিন জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃতরা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আটককৃতরা হলেন ফিরোজ মিয়া, মাসুদ এবং হাজারীবাগ থানা যুবদলের ভাইস প্রেসিডেন্ট মো. আলাউদ্দিন। ডিএমপির এডিসি এসএম জাহাঙ্গীর আলম সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাজারীবাগ থানার ওসি মঈনুল হোসেনের বরাত দিয়ে জাহাঙ্গীর আলম জানান, যুবদলের ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন হাজারীবাগ থানাধীন গনকতলী এলাকায় রাতে ভোটারদের নগদ টাকা বিতরণ করছিলেন।

ভোট ক্রয়কালে নগদ টাকাসহ হাতেনাতে তাকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে পঁচিশ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

রমনা থানার ওসি মশিউর রহমান জানান, রমনা থানাধীন চল্লিশঘর বস্তি এলাকায় রাতে নগদ টাকা দিয়ে ভোটারদের কাছ থেকে ভোট কেনার চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয় মাসুদকে। তিনি ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আমির হোসেনের পক্ষে কাজ করে আসছিলেন। এ সময় তার নিকট থেকে বারো হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলামের বরাত দিয়ে এডিসি জাহাঙ্গীর আলম আরও জানান, খিলক্ষেত থানাধীন মধ্যপাড়া এলাকায় ভোররাত ৪টায় ভোট ক্রয়ের চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে পনের হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

তবে এ ব্যাপারে খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাউকে আটক কিংবা গ্রেফতারের বিষয়টি অবগত নন বলে জানান।

জেইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।