ইসিতে সাংবাদিক প্রবেশে বিধি নিষেধ


প্রকাশিত: ১০:০২ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

সাংবাদিক প্রবেশে বিধি নিষেধ আরোপ করে অফিস আদেশ ইস্যু করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সম্প্রতি জারি করা ওই আদেশে সাংবাদিকরা নির্বাচন ভবনের কোন কোন দফতরে এবং কার কাছে যেতে পারবেন তার নির্দেশনা দেয়া হয়েছে।

এতে নির্দিষ্ট সাংবাদিকদের ওই ভবনের নিচতলায় অবস্থিত প্রেস ব্রিফিং রুম, দ্বিতীয় তলায় অবস্থিত জনসংযোগ অধিশাখা এবং চতুর্থ তলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসি সচিবের রুমে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

ইসির সহকারী সচিব (সেবা-২) আরাফাত আরা স্বাক্ষরিত ওই চিঠি ইসির কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ চিঠির জারির পর থেকে ইসির কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছেন।

তারা বলছেন, নির্বাচন ভবনের প্রবেশ দরজা থেকে সব ফ্লোরের দরজায় ডিজিটাল লক লাগানো হয়েছে। এর ফলে যাদের কার্ড থাকবে তারা ছাড়া কেউ নির্বাচন ভবনে প্রবেশ করতেই পারবেন না।

ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচন ভবনে আগত সাংবাদিকদের অ্যাকসেস কার্ড দেয়া হয়েছে। সাংবাদিকরা নিচতলা (প্রেস ব্রিফিং রুম), দ্বিতীয় তলায় (জনসংযোগ অধিশাখা) ও চতুর্থ তলায় (প্রধান নির্বাচন কমিশনার ও সচিব মহোদয়ের দফতর) যেতে পারবেন।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।