সাকিবের সাজা আংশিক মওকুফ


প্রকাশিত: ১০:২১ এএম, ২৬ আগস্ট ২০১৪

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সকিব-আল হাসানের শাস্তির মেয়াদ তিন মাস কম‍ানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারবেন সাকিব।

প্রসঙ্গত, গত ২০ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে শাস্তি কমানোর জন্য আবেদন করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এর আগে ৭ জুলাই শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাকিবকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। সিদ্ধান্তে আরও জানানো হয়, ১৮ মাস অর্থাৎ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কোনো লিগে খেলতে পারবেন না তিনি।

এরপর গত ১৭ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আপিল করলে সাকিবের শাস্তি কমতে পারে। তিনি বলেন, বোর্ডের কাছে যদি মনে হয় সাকিব যথেষ্ট অনুতপ্ত হয়েছেন এবং ভবিষ্যতে এমনটি আর করবেন না, তাহলে তার শাস্তি কিছুটা কমতে পারে।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলার সময় তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করেছিলেন সাকিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।