রাজশাহীতে হেরোইনসহ ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৫:২২ এএম, ২৬ এপ্রিল ২০১৫

রাজশাহীর গোদাগাড়িতে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ আবদুল লতিফ (৬৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে গোদাগাড়ি মডেল থানা পুলিশ। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাদারপুর পদ্মার চর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবদুল লতিফ একই এলাকার মৃত আইনুল আলীর ছেলে।  

এ ব্যাপারে গোদাগাড়ি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, হেরোইনের বড় ধরনের চালান আসার খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে মাদারপুর পদ্মার চরে অভিযান চালায়। এসময় আটককৃত আবদুল লতিফের সঙ্গে থাকা ঘাসের বস্তার ভেতর থেকে ২৭টি ছোট ছোট পলিথিনে মোড়ানো ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

পরে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করাসহ রোববার বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।