আশুলিয়ায় কারখানার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৬ এপ্রিল ২০১৫

আশুলিয়ার একটি পোশাক কারখানায় পানি খেয়ে শতাধিক  শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন । রোববার সকালে শিল্পাঞ্চলের নলাম এলাকায় গণবিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্লোবাল আটাইর লিমিটেডে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

জানা গেছে, সকালে কাজে যোগ দেয়ার পর কারখানার ট্যাংকের মজুদ পানি খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন শ্রমিকরা। এ ঘটনায় গ্লোবাল আটাইর লিমিটেড নামের পোশাক কারখানার কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আবু তাহের শ্রমিকদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে অন্তত শতাধিক শ্রমিককে আনা হয়েছে। ঘনঘন বমি হওয়ার কারণে এদের অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেছেন।

এসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।