মামলায় হারে ইউনূস দোষ হয় আমার : প্রধানমন্ত্রী
শান্তিতে নোবেল বিজয়ী ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলায় হেরে যান তিনি (ইউনূস), আর দোষ হয় আমার।
মঙ্গলবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ভারত সফরের নানা দিক তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রশ্ন করা সাংবাদিককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, তাদের (হিলারি-ইউনূস) ষড়যন্ত্র বহু আগের। আপনারা এত পরে জানছেন কেন? ভারতের একটি পত্রিকায় এ ষড়যন্ত্র নিয়ে সংবাদ প্রকাশের পর আপনাদের নজরে এসেছে।
প্রধানমন্ত্রী ড. ইউনূসের সমালোচনা করে বলেন, গণমাধ্যমের সম্পাদক, মালিক এবং শান্তির দূত (ইউনূস) মিলে আমাকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল। সফল হয়নি। জনগণ তাকে (ইউনূস) মেনে নেয়।
তিনি বলেন, আদালতের সিদ্ধান্তে তাকে গ্রামীণ ব্যাংক থেকে সরে যেতে হয়েছে। যা হয়েছে আইনের মাধ্যমে। এখানে আর কারও হস্তক্ষেপ ছিল না। তাদের ষড়যন্ত্রের কারণেই আমাকে গ্রেফতার করা হয়। এই শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। আজ যারা বিবেকের কথা বলেন, তখন তাদের বিবেক কোথায় ছিল।
এএসএস/জেএইচ/জেআইএম