চিকিৎসা সহায়তাসহ নেপালে উদ্ধারকাজে অংশ নেবে বাংলাদেশ


প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৫ এপ্রিল ২০১৫

শনিবারের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে চিকিৎসা, মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোসহ উদ্ধারকাজে অংশ নেবে বাংলাদেশ।

শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

শনিবার দুপুরে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে নেপালে বহু ভবন ধসে পড়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দেড় হাজারে পৌঁছেছে। এই ভূমিকম্পে নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে।

শাকিল বলেন, “তাদের এই মানবিক বিপর্যয় মোকাবিলায় প্রতিবেশি বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। চিকিৎসা সহায়তা, মানবিক সহায়তা এবং উদ্ধার তৎপরতায় বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে বাংলাদেশ সরকার নেপালের সরকারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে যোগাযোগ করছে বলে জানিয়েছেন মাহবুবুল হক শাকিল।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।