পহেলা বৈশাখে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশিত: ১১:০৪ এএম, ০৯ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এবার পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো প্রস্তুতি আছে কি-না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দারা কাজ করছেন। তাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো থ্রেট কিংবা আশঙ্কা বা আতঙ্কের কথা আসেনি। থ্রেট আসুক আর না আসুক আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। মঙ্গল শোভাযাত্রার শুরুর পর কেউ ঢুকতে পারবে না।’

তবে কি নিরাপত্তা বাহিনী পাহারা দিয়ে শোভাযাত্রা এগিয়ে নেবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় ভিন্নস্থান থেকে যাতে সংযুক্ত হতে না পারে, যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য যারা শুরু করবেন তারা যাতে সুন্দরভাবে উদ্দীপনা নিয়ে পালন করতে পারেন সেদিকে আমরা খেয়াল রাখছি।’

মন্ত্রী বলেন, ‘ভেতরে যাতে কোনো দুষ্কৃতিকারী না ঢুকতে পারে, নাশকতা করার জন্য যাতে কেউ না ঢুকতে না পারে- এজন্যই আমরা বলেছি শুরু থেকেই আসবে মাঝখানে যাতে কেউ না ঢুকতে পারে।’

এতে উৎসবে ভাটা পড়বে কি-না এ বিষয়ে আসাদুজ্জামান কামাল বলেন, ‘এতে উৎসবে কোনো ভাটা পড়বে না, আমরা মনে করি এটা বাঙালির প্রাণের উৎসব, এই উৎসব সর্বাত্মকভাবে পালিত হবে। এখানে কোনো ধর্মের বালাই নেই, এখানে কোনো বয়সের বালাই নেই। উৎসব ভালোভাবে পালনে গত বছর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি বোনাসও দেয়া হচ্ছে।’

এমইউএইচ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।