আফ্রিদির বক্তব্যের সমালোচনা করলেন মাশরাফি


প্রকাশিত: ০৮:১৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

একমাত্র টি-টোয়েন্টিতে নিজের আউট হওয়া নিয়ে আম্পায়ারিং-এর সমালোচনা করেছেন শহিদ আফ্রিদি। ১১তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশের টি-টোয়েন্টির নতুন পেসার মুস্তাফিজুর রহমানের স্লোয়ারে স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান আফ্রিদি। কিন্তু এক বল পরই ছক্কার বদলা নিয়ে নেন মুস্তাফিজ। আরেকটি স্লোয়ারে উইকেটের পেছনে ক্যাচ দেন পাকিস্তানের অধিনায়ক। কিন্তু আফ্রিদির ধারণা বলটি তাকে স্পর্শ করেনি এবং আম্পায়ার তার আউটটি নিয়ে ভুল সিদ্ধান্ত দিয়েছেন।

অধিনায়ক আফ্রিদি ক্রিজে থেকে রিভিউয়ের ইঙ্গিত দেন। কিন্তু তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন এই সিরিজে টি-টোয়েন্টিতে রিভিউ আবেদেনের সুযোগ নেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছেন, ‘আমি আউট ছিলাম না। তবে ভুল হতে পারে। একটি সিদ্ধান্ত নয়, দুই বা তিনটি সিদ্ধান্ত এমন হয়েছে। আশা করছি আইসিসি ব্যাপারটা দেখবে। আমার হয় এই সিদ্ধন্তগুলো ওদের (আইসিসি) এর নজরে এসেছে।’

এদিকে, আফ্রিদির এ ধরণের কথায় হতাশা প্রকাশ করেছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন- 

‘এরকম বললে তো আমাদের অভিযোগ শেষ হবে না! যা হয়েছে তা মেনে নেওয়া ভালো। শহিদ আফ্রিদি আউট ছিলেন কি না, তা আমাদের দেখার বিষয় নয়। আমাদের আবেদনে আম্পায়ার আউট দিয়েছেন। সব সময় আমরা আম্পায়ারদের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই আম্পায়ারের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে আসছি। তারাও মানুষ, তারাও ভুল করতে পারেন, এটা স্বাভাবিক। তবে কিছু কথা ‘অফ দ্যা রেকর্ড’ বলা ভালো। তিনি যদি অভিযোগ করেন সেটা আইসিসি দেখবে, আমার কিছু বলার নেই।’

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।