বাংলাদেশের কাছে পাকিস্তানের অনেক শেখার আছে: আফ্রিদি


প্রকাশিত: ০৭:০১ পিএম, ২৪ এপ্রিল ২০১৫

ওয়ানডে সিরিজে দলের হারের পর টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান থেকে উড়ে এসেছিলেন শহিদ আফ্রিদি। এসে ম্যাচের আগে তিনি এও বলেছিলেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক শক্তিশালী। তবে মাশরাফিদের কাছে টি-টোয়েন্টি ম্যাচে হারের পর এখন নিজ দলের তরুণদের বাংলাদেশের কাছ থেকে শিখতে হবে বলে পরামর্শ দিলেন পাকিস্তান অধিনায়ক। সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে সাত উইকেটে হেরে যাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তার দলের সতীর্থ প্লেয়ার উদ্দেশে তিনি এমন ইঙ্গিত করলেন।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় দলের তরুণ প্লেয়ারদের উদ্দেশে শহিদ আফ্রিদি বলেন, কীভাবে বাংলাদেশ খেলছে, সেটা তাদের কাছ থেকে আমাদের তরুণদের শিখতে হবে।

জয়ের জন্য পাকিস্তানের দেওয়া ১৪২ রানের লক্ষ্য ২২ বল হাতে রেখে পূরণ করা বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, আমি বাংলাদেশকে অভিনন্দন জানাতে চাই। তারা দারুণ ছন্দে আছে, বিশেষ করে নিজেদের মাঠে।

এ সময় মাশরাফি-সাকিবদের প্রশংসা করলেও টেস্টে নিজেদের দল নিয়ে আশাবাদী আফ্রিদি। তিনি বললেন, মিসবাহ ও ইউনুস টেস্ট দলে ফিরবে। আমি মনে করি, টেস্ট ক্রিকেটে আমাদের ভারসাম্য আছে।

আজ শুক্রবার সফরের একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের দাপটে ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাড়ায় ১৪১ রান। এ রানটি দ্রুতগতিতে তাড়া করতে গিয়ে তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুশফিক আউট হলেও সাকিব আল হাসান ও সাব্বির রহমান দারুণ দুটি অর্ধশতকের ইনিংসে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ফলে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।