‘গ্লোবাল মানি উইকে’ ব্রিটিশ কাউন্সিলের আলোচনা
‘লার্ন, সেভ অ্যান্ড আর্ন’ স্লোগানে ঢাকায় ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ‘গ্লোবাল মানি উইক-২০১৭’ উদযাপন করা হয়েছে।
শনিবার রাজধানীর ফুলার রোডে সংস্থাটির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
‘বিল্ডিং দ্য নেক্সট জেনারেশন সোশিও-ইকোনমিক্যালি ক্যাপাবল অ্যান্ড রেসপন্সিবল’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর বারবারা উইকহ্যাম।
তিনি বলেন, ‘শিক্ষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মাঝে অর্থনীতি বিষয়ক শিক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এটি কার্যকর অর্থনীতি বিষয়ক পরিচালনায় দক্ষতা উন্নয়নে অবদান রাখবে, যা আধুনিক সমাজ ব্যবস্থায় ব্যাপক গুরুত্ব বহন করে।’
এবার বিশ্বের ১৩০টি দেশে গ্লোবাল মানি উইক উদযাপন করা হচ্ছে। ঢাকায় তিনটি ধাপে সপ্তাহটি উদযাপন করা হচ্ছে।
শনিবার আয়োজিত আলোচনা সভা কর্মসূচির দ্বিতীয় ধাপ। গত ১ এপ্রিল প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। এ উদ্যোগে সহযোগিতা করছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি)।
আরএম/এমআরএম/এমএমএ/জেআইএম