আ`লীগ নেতা জাহাঙ্গীর হত্যার ঘটনায় আটক ৩


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ২৬ আগস্ট ২০১৪

রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। আটকরা হলেন- আমেনা বেগম, নাইম আহমেদ ও রাজন।

সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মাহসুদুল আলম।

তিনি জানান, আটকরা জাহাঙ্গীর আলম হত্যাকান্ডের সাথে জড়িত এবং কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে সে তথ্য তাদের কাছে আছে।

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট রাতে পশ্চিম আগারগাঁওয়ে নিজের বাসার সামনে গুলিতে নিহত হন জাহাঙ্গীর। জাহাঙ্গীর ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি হাজী নুর মোহাম্মদের মেয়েজামাই। তিনি ২০১১ সালের জানুয়ারিতে ওই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যা মামলার আসামি।

ফজলুল হত্যাকাণ্ডের পর ২০১১ সালের অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন হাজী নুর। তার দুই মাস পর নিখোঁজ হন তার আরেক মেয়েজামাই আব্দুল মান্নান।

নুরের পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই হাজী নুর ও মান্নানকে ধরে নিয়ে গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।