গাছকাটা নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ নিহত ২
যশোর জেলার বেনাপোলের রঘুনাথপুর গ্রামে গাছ কাটা নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, আব্দুল্লাহ (৫০) ও বুদো (৫৭)। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা একই গ্রামের জসিম উদ্দিন ও খলিল উদ্দিনের ছেলে। আহতরা হলেন, আব্দুল্লাহের ছেলে সুমন (১৮), জামাই নাজমুল (২২), বুদোর নাতি আব্দুল্লাহ (১৮), আজগার (৫৮), হাফিজুর (৫২)। আহতদের নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ও যশোর ২৫০ শষ্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আজগার ও হাফিজুরের অবস্থা আশংকাজনক।
এলাকার বর্তমান ইউপি সদস্য রুহুল আমিন জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের ফলে বেনাপোল-রঘুনাথপুর সড়কের সরকারি একটি গাছ উপড়ে যায়। শুক্রবার সকালে রঘুনাথপুর গ্রামের নাসির উদ্দিন নাসু , গিয়াসউদ্দিন, ফুলউদ্দিন, আলাউদ্দিনসহ কয়েকজন ওই গাছ কাটার চেষ্টা চালায়। তবে সরকারি গাছ কাটায় নিষেধ করেন আব্দুল্লাহ। এ নিয়ে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে নাসির উদ্দিনসহ অন্যান্যরা কুড়াল দিয়ে কুপিয়ে আব্দুল্লাহকে আহত করে। এসময় তার চিৎকারে আত্মীয়স্বজনেরা ছুটে এলে তাদের কুপিয়ে আহত করা হয়। পরে গ্রামের লোকজন আহতদের হাসপাতালে নেওয়ার পথে আব্দুল্লাহর মৃত্যু হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, নিহতের ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।
এএইচ/পিআর