নিউজিল্যান্ডে আবারও শক্তিশালী ভূমিকম্প


প্রকাশিত: ০৭:২৭ এএম, ২৪ এপ্রিল ২০১৫

নিউজিল্যান্ডে আবারও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পটি ব্যাপকভাবে অনুভূত হলেও এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে সাউথ আইল্যান্ডের কাইকোরা শহরের প্রায় ৬৬ কিলোমিটার দূরে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে।

স্থানীয় জিওনেট মনিটরিং সার্ভিস জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। তারা আরও জানায়, সারাদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূ-পৃষ্ঠের অনেক গভীরে এটির উৎপত্তিস্থল হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।