মনোনয়ন দৌড়ে ডেমোক্রেটিকে এগিয়ে হিলারি, রিপাবলিকানে রুবিও


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৪ এপ্রিল ২০১৫

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন দৌড়ে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান পার্টির মার্কো রুবিও এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার কুইনপিয়াক ইউনিভার্সিটির এক জরিপের ফলে এমনটাই জানা গেছে। খবর এএফপি।

জরিপে দেখা যায়, হিলারির অনেক নিচে পড়ে আছেন ডেমোক্রেটিক পার্টির অন্য মনোনয়নপ্রত্যাশী। জরিপ অনুযায়ী ৬০ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক হিলারিকেই চান। আর তার নিকটতম দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের রয়েছে মাত্র ১০ শতাংশের সমর্থন।

অন্যদিকে রিপাবলিকান পার্টির প্রার্থিতা নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বীতা হবে বলেই মনে করা হচ্ছে। দলের কট্টর, রক্ষণশীল ও ধর্মীয়ভাবে সংবেদনশীল অংশের বেশ কয়েকজন প্রার্থী এরই মধ্যে দলীয় মনোনয়ন দৌড়ে নাম লিখিয়েছেন। তবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর, কিউবান অভিবাসী মা-বাবার সন্তান মার্কো রুবিও ১৫ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে জরিপে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। তার দলীয় অন্য প্রতিদ্ব›দ্বী জেব বুশ পেয়েছেন প্রায় ১৩ শতাংশের সমর্থন।   

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।