প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি দিবেন আজ


প্রকাশিত: ০৪:০৬ এএম, ২৪ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আজ শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজ উপস্থিত থাকবেন মিরপুর স্টেডিয়ামে। তিনিই আজ সিরিজের ট্রফি তুলে দেবেন বিজয়ীদের হাতে।

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি ক্রিকেটেও পাকিস্তানের বিপক্ষে ভাল খেলার প্রতিশ্রুতি দিয়েছেন মাশরাফি। তাই আজ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটি জিততে পারলে মাশরাফির হাতে উঠতে পারে দুটি ট্রফি। ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফি দেয়া হয়নি। তাই আজ যদি টাইগাররা টি-টোয়েন্টি ম্যাচটি জিততে পারে, তাহলে মাশরাফির হাতে একইসঙ্গে উঠবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের ট্রফি।

উল্লেখ্য, ওয়ানডে সিরিজ জয়ের পর বৃহস্পতিবার বিকেল পাঁচটায় অনুশীলন করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি স্কোয়াডে থাকছেন না মুমিনুল হক ও রুবেল হোসেন। টি-টোয়েন্টি স্কোয়াডের নতুন মুখ মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। পুরো দল নিয়ে বৃহস্পতিবার রাতেও কৃত্রিম আলোতে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।