বর্ণবাদী ঐশ্বরীয়া !
বলিউড অভিনেত্রী ঐশ্বরীয়া রাই বচ্চনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে। কল্যাণী জুয়েলার্সের নতুন বিজ্ঞাপন নিয়ে এ অভিযোগের মুখে পড়েন সাবেক এ বিশ্ব সুন্দরী।
জানা গেছে, বলিউড অভিনেত্রী ঐশ্বরীয়া কল্যাণী জুয়েলার্সের পণ্য দূত হিসেবে কাজ করছেন। কল্যাণী জুয়েলার্সের নতুন একটি বিজ্ঞাপনটির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন সমালোচকরা। বিজ্ঞাপনটিতে ১৭ শতকের ইউরোপিয়ান চিত্রকর্মের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এতে, আদর্শ রমনী চরিত্রে ঐশ্বরীয়া ও এক শিশু সেবকের চরিত্র দেখা যায়।
গত ১৭ এপ্রিল পত্রিকায় ছাপা হওয়া বিজ্ঞাপনে ৪১ বছর বয়স্ক অভিনেত্রীর মাথায় ছাতা ধরে রাখা শিশু সেবকের উপস্থাপনাকে মানবাধিকার কর্মীরা এক কৃষ্ণাঙ্গ দাস ছেলে-শিশু হিসেবে উল্লেখ করে বর্ণবাদের অভিযোগ তুলেছেন। তবে ঐশ্বরীয়া বচ্চন অবশ্য সমালোচনার প্রতিক্রিয়ায় বিজ্ঞাপনচিত্রে বর্ণবাদের অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিজ্ঞাপনটি চুড়ান্ত হলে ব্রান্ডের ক্রিয়েটিভ কর্মীদের কাজ সকলের ভুল ধারণাকে ভেঙে দেবে।
উল্লেখ্য, বিজ্ঞাপনটি ১৯৩৫ সালে জার্মান-আমেরিকান ফ্যাশন ফটোগ্রাফার হোর্স্ট পি হোর্স্টের একটি ছবি থেকে অনুপ্রাণিত।
এএইচ/এমএস