ট্যানারি মালিক-শ্রমিকদের সমাবেশ ১০ এপ্রিল


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

ট্যানারি মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে জনসমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৮ এপ্রিলের (শনিবার) পরিবর্তে ১০ এপ্রিল (সোমবার) হাজারীবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ট্যানারি মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব সাখাওয়াত হোসেন এবং ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আদালতের নির্দেশনা থাকলেও বৃহস্পতিবার (৬ এপ্রিল) হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেনি পরিবেশ অধিদফতর।

এ বিষয়ে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) রাইসুল আলম মণ্ডল জাগো নিউজকে বলেন, লোকবল সংকটের কারণে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চালানো হয়নি। শনিবার থেকে সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চালানো হবে।

এদিকে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় বৃহস্পতিবার সকাল থেকেই হাজারীবাগের ট্যানারিগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। আগের মতোই কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ, গ্রেডিং, ফিনিশিং, কেমিক্যাল দিয়ে ওয়েট ব্লু, প্রক্রিয়াজাত করার পর ভিজা চামড়া শুকানোসহ চামড়া পাকা করার সব প্রক্রিয়াই চলেছে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব সাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, ৮ এপ্রিল ট্যানারির গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চালানো হবে। এজন্য আমরা সমাবেশের তারিখ দুদিন পিছিয়ে ১০ এপ্রিল নির্ধারণ করেছি। ওই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, যেহেতু ৮ এপ্রিল পরিবেশ অধিদফতর গ্যাস-বিদ্যুৎ সংযোগ কার্যক্রম চালাবে তাই সমাবেশের তারিখ পেছানো হয়েছে। কারণ ওইদিন আমরা সমাবেশ করলে তারা ভাববে কাজে বাধা দিতে সমাবেশ করছি।

তিনি আরও বলেন, ১০ এপ্রিলের সমাবেশে ট্যানারি সংশ্লিষ্ট সব পক্ষই অংশগ্রহণ করবে। এমনকি মাংস ব্যবসায়ীরাও এ সমাবেশে উপস্থিত থাকবেন।

এমএএস/এসআই/আরএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।