৪৪ বছর পর বিজয়ের স্বাদ পেল দেশবাসী : ক্রীড়া প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

৭১ এর মহান স্বাধীনতার দীর্ঘ ৪৪ বছর পর ক্রিকেট খেলায় পাকিস্তানকে বাংলা ওয়াশ করায় দেশবাসী নতুন করে বিজয়ের স্বাদ পেয়েছেন। পাকিস্তান ক্রিকেট দলকে বাংলাওয়াশ করায় বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্পেনের ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে আইন ও গণতন্ত্র বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করায় মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত গণ সংবর্ধনায় বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় সাবেক মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানীর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরার সহকারী পুুলিশ সুপার সুদর্শন কুমার রায়, মাগুরার সহকারী কমিশনার নাকিব হাসান তরফদার, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান প্রমুখ।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ খেলা-ধূলাসহ সকল সেক্টরে এগিয়ে যাচ্ছে এবং ২০২১ সালের মধ্যে অবশ্যই দেশ একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল দেশে পরিণত হবে।

এমজেড/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।