৭৪ হাজার বন্দি কারাগারে নিরাপদে আছে : কারা মহাপরিদর্শক


প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

দেশে ৭৪ হাজার বন্দি কারাগারে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। বৃহস্পতিবার কাশিমপুর কারাগারে ৪৫তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কারা মহাপরিদর্শক বলেন, বন্দিদের কারাগারের ভেতরে নিরাপদে রেখে আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে যাচ্ছি। টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করে সরকারকে সহায়তা করা কারারক্ষীদের দায়িত্ব।

পরে তিনি কারারক্ষীদের কুচকাওয়াচ পরিদর্শন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। এসময় জেলা পুলিশ সুপার, জেলারসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।