পদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ অক্টোবরে শুরু : সেতুমন্ত্রী
আগামী অক্টোবরে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
বর্তমানে টেস্ট পাইলিংয়ের কাজ চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পাইলিংয়ের জন্য প্রায় আড়াই হাজার টন ওজনের হ্যামার তৈরির কাজ ইতোমধ্যে জার্মানিতে শেষ হয়েছে। হ্যামারটি ১৫ মে মংলা বন্দরে এসে পৌঁছাবে।
এ সময় সওজ’র প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও মনিটরিং টিমের প্রধানগণ উপস্থিত ছিলেন।
একে/আরআইপি