সিটি নির্বাচন : লাইসেন্সকৃত অস্ত্র বহনে সাতদিনের নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০১:০১ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৫ এপ্রিল, ২০১৫ ভোর ছয়টা থেকে আগামী ১ মে, ২০১৫ রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। বৃহস্পতিবার দুপুরে এই মর্মে একটি আদেশ জারি হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান।

আদেশে আর্মস অ্যাক্ট-১৮৭৮-এর ধারা ১৭ (১) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব বাহিনীর সদস্য, সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীদের জন্য এ নির্দেশ প্রযোজ্য নয়।

আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারা মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এআর/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।