মক্কা-মদিনা আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে আছে


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৫ এপ্রিল ২০১৭

পবিত্র মক্কা-মদিনার ইমামদের সঙ্গে আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা বাংলাদেশে এসেছেন আমরা আনন্দিত। পবিত্র মক্কা ও মদিনা আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে আছে।

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। এর ব্যাপক প্রচার ও প্রসার প্রয়োজন। ইসলামের প্রসারে কাজ করছি। উপজেলাভিত্তিক মসজিদ নির্মাণ, আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ ইসলামের প্রসারে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বুধবার দুপুরে সৌদি আরব থেকে বাংলাদেশের ওলামা সম্মেলনে যোগ দিতে আসা মক্কা-মদিনার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ৪০ বছরের মধ্যে এই প্রথম পবিত্র বায়তুল্লাহ শরীফ ও মসজিদে নববীর ইমামদ্বয়সহ সৌদি আরবের শীর্ষ পর্যায়ের ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। ওলামা সম্মেলনে যোগ দিতে আসায় প্রধানমন্ত্রী প্রতিনিধি দলকে অভিনন্দন জানান।

ইসলামের প্রচার ও প্রসারে শেখ হাসিনা সরকারের নানামুখী উদ্যোগের প্রশংসা করেন প্রতিনিধি দলের নেতা শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম। বলেন, ইসলামের প্রচার ও প্রসারে বাংলাদেশ-সৌদি আরব একসঙ্গে কাজ করে যাবে। ব্যক্তিগতভাবে শেখ হাসিনারও প্রশংসা করেন তিনি। বাংলাদেশ-সৌদি আরবের মধ্যকার সুসর্ম্পকের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সর্ম্পক ঐতিহাসিক ও ভ্রাতৃত্বের।

ইসলামকে শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিছু বিপথগামী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের বদনাম করছে। এ প্রসঙ্গে মক্কার এই সিনিয়র ইমাম বলেন, সৌদি আরবও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে ইসলামের প্রচারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আর তার সরকার এই ফাউন্ডেশনকে উন্নত করছে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণের বিষয়টিও উল্লেখ করে বলেন, আমরা বাদশাহর আগমনের অপেক্ষায় আছি। সৌদি বাদশাহ আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং এ নিয়ে আলোচনা চলছে বলে জানান আল খুজাইম।

এর আগে ভোরে সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পবিত্র মক্কা ও মদিনার দুই ইমামসহ প্রতিনিধি দলের সদস্যরা। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা মহাসম্মেলনে যোগ দিতে ঢাকা এসেছেন তারা। ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আগত দুই ইমাম। আগামী ৭ এপ্রিল তাদের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা রয়েছে।

এফএইচএস/জেএইচ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।