ইসির খোঁড়া ব্যাখ্যা


প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৩ এপ্রিল ২০১৫

সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী কেন সেনানিবাসে থাকবে তার পক্ষে খোঁড়া যুক্তি দেখালো নির্বাচন কমিশনার শাহনেয়াজ।
 
তিনি বলেছেন, সেনানিবাস সিটি কর্পোরেশন এলাকায় হওয়ায় এই সিদ্ধান্ত। আর চট্টগ্রামে সিটি কর্পোরেশনের পাশে থাকায় একই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার ইসিতে তিনি এ কথা বলেন। এর আগে নির্বাচন কমিশনার  মো. শাহ নেওয়াজ জাগো নিউজকে জানিয়েছিলেন, আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকছে না, তারা ক্যান্টেনমেন্টেই থাকবে। প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তা ডাকলে তারা মাঠে যাবেন।

এছাড়া বুধবার বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো সংশোধিত চিঠিতে বলা হয়, সেনাবাহিনী মূলত সেনানিবাসের অভ্যন্তরে রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান করবে। রিটার্নিং কর্মকর্তার অনুরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা পরিস্থিতি মোকাবিলা করবেন।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।