মানব উন্নয়ন সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৫ এপ্রিল ২০১৭

মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। এবারের সূচকে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯।

গত ২০১৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২। এবার পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় পঞ্চম। সূচকে পাকিস্তানের অবস্থান ১৪৭।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরিচালক ড. সেলিম জাহান।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। প্রতিবেদন উপস্থাপন করেন ইউএনডিপির পরিচালক ড. সেলিম জাহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মূখার্জি, জিইডির সদস্য ড. শামসুল আলম, জিইডি প্রধান নাকিব বান মাহবুব।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ এখন মধ্যম মানব উন্নয়ন দেশগুলোর তালিকায় রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, দেশটির অবস্থান ৭৩তম। এছাড়া মালদ্বীপ ১০৫, ভারত ১৩১ এবং ভুটান ১৩২ নম্বরে রয়েছে।

সূচক তালিকার শীর্ষদেশ নরওয়ে। এছাড়া ঘানা ১৩৯, নেপাল ১৪৪, মিয়ানমার ১৪৫, কেনিয়া ১৪৬ এবং পাকিস্তানের অবস্থান ১৪৭।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছরই সূচকে বাংলাদেশের পয়েন্ট বাড়ছে। ১৯৯০ সালে ছিল দশমিক ৩৮৬, ২০১৫ সালে এসে বেড়ে দশমিক ৫৭৯-তে দাঁড়িয়েছে। প্রতিবছর প্রবৃদ্ধির হার ১ দশমিক ৬৪ শতাংশ। যেখানে ভারতের ১ দশমিক ৫২ শতাংশ।

অন্যদিকে, লিঙ্গ সমতা সূচকে ১৫৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯। যেখানে ভারত ১২৫, পাকিস্তান ১৩০ ও নেপাল রয়েছে ১১৫ অবস্থানে।

পরিকল্পনামন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি সৃষ্টির জন্য বিশ্বের উন্নত পাঁচটি দেশ দায়ী। এসব দেশ মিলে বিশ্বের মোট ৫৫ শতাংশ কার্বন ডাই অক্সাইড সৃষ্টি করছে।

জলবায়ু পরির্বতনের মোকাবেলা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

ড. সেলিম জাহান বলেন, এখন বিশ্বে শিশু জন্মদানের সময় প্রতি ঘণ্টায় ২৫ জন মা মারা যাচ্ছে। আমাদের মানব উন্নয়ন ঘটাতে হবে মানের ভিত্তিতে। সংখ্যাকে অগ্রাধিকার দিলে হবে না। এই সূচকে বাংলাদেশ ভাল করছে। মানব উন্নয়ন কোনো ড্রিম নয়, এটা বাস্তবতা।

তিনি আরও বলেন, যেকোনো দেশের উন্নয়নে প্রাইভেট খাত বড় ভূমিকা রাখে। বাংলাদেশ ভাল করছে, আরও ভাল করতে হলে প্রাইভেট খাতের ওপর জোর দিতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা ক্রমেই ভাল করছি। বাংলাদেশ এখন মধ্যম মানব উন্নয়ন দেশগুলোর তালিকায় রয়েছে। একসময় উচ্চ অবস্থানে যাব। সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

আবুল কালাম আজাদ বলেন, আমরা এমডিজিতে ভাল করেছি। এসডিজিতেও ভাল করবো। মানব সূচকে আমরা এগিয়ে গেছি, আরও এগিয়ে যাব।

ড. শামসুল আলম বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং নারী স্বাস্থ্য উন্নয়নে বেশ এগিয়েছে। পরিকল্পনা অনুসারে এগুচ্ছি আমরা। আরও এগিয়ে যাব।

এমএ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।