ছেলেরা চুল কাটানোর আগে যা করবেন


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৩ এপ্রিল ২০১৫

গরমের দিনে চুলের ত্বক ঘামে আর ধুলো সেই ঘামে আটকে গিয়ে চুল বেশি ময়লা হয়। তাই এই দিনগুলোতে চুল সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়ম করে চুল কাটাতেও হবে। তবে চুল কাটার আগে দরকার বিশেষ কিছু যত্নের-

১. বাইরে থেকে এসে অবশ্যই ভালো মানের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

২. চুল কাটার সময় চুলে ঠিকমতো বাতাস চলাচল করছে কি না তা নিশ্চিত করতে হবে।

৩. গরমের দিনে এমনভাবে চুল কাটান, যাতে চুল ছোট করার পরও সেটিংয়ের সাহায্যে তা সহজে বদলাতে পারেন। এতে একদিক থেকে গরমে যেমন আরাম পাওয়া যাবে, চুলও ময়লা হবে কম, আবার ফ্যাশনও অটুট থাকবে।

৪. হুজুগে চুল কাটাবেন না, আপনাকে মানায় কি না সেটা আগে ভাবুন।

৫. প্রতি মাসে একবার করে চুল কাটানোর চেষ্টা করবেন।

৬. আপনার চিরুনি ও হেয়ারব্রাশ আলাদা রাখার চেষ্টা করুন।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।