শেকৃবিতে জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৭

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জঙ্গিবাদবিরোধী গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার শেকৃবি শাখা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, শেকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনসহ শেকৃবি শাখা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শিক্ষার্থীরা  স্বতস্ফূর্তভাবে গণস্বাক্ষরে সই করেন।

এমএমএ/ওআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।