দলে সিনিয়র খেলোয়াড় প্রয়োজন : আজাহার আলি
টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল পাকিস্তানের। তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল সান্ত্বনার এক জয়ের জন্য। উল্টো ৮ উইকেটে হেরে ওয়ানডেতে বাংলাওয়াশের স্বাদ পেল পাকিস্তান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক আজাহার আলি বলেন, ওয়ানডে আর টি২০ তে ম্যাচ জেতার জন্য দলে সিনিয়র খেলোয়াড় প্রয়োজন।
বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশও হয়ে ভীষণ হতাশ পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। ওয়ানডে সিরিজের ৩টি ম্যাচেই বাংলাদেশের সামনে কোনোরকম প্রতিরোধ গড়তে পারেননি বলে মনে করছেন সফরকারী দলের অধিনায়ক।
তৃতীয় ম্যাচে সরফরাজ আর সাঈদ আজমলের না খেলা নিয়ে তিনি বলে, তাদের দল থেকে বাদ দেওয়া হয়নি, পরবর্তী ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, সিরিজে অনেকে ব্যক্তিগত পারফর্মেন্স করলেও দলের সম্মেলিত পারফর্মেন্স ভালো ছিল না, আর এর জন্যই আমরা ম্যাচ জিততে পারিনি।
এমআর/পিআর