সংসদ ভবনের স্থাপত্যশৈলীতে মুগ্ধ বিদেশি এমপিরা


প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৪ এপ্রিল ২০১৭

জাতীয় সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী ও সৌন্দর্য দেখে মুগ্ধ ঢাকায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে আসা বিভিন্ন দেশের সংসদ সদস্যরা। মঙ্গলবার সংসদ ভবন পরিদর্শনকালে সংসদের স্থাপত্যশৈলী দেখে তারা উচ্ছ্বসিত প্রশংসা করেন।

সংসদ সচিবালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান আইপিইউ’র ১৩৬তম সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পার্লামেন্টের প্রতিনিধিরা মঙ্গলবার জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম এবং সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

পরে স্বাগতিক দেশের পার্লামেন্ট ভবনের সংসদ কক্ষ, লাইব্রেরি, স্থায়ী কমিটির বৈঠকের কক্ষসহ সংসদ ভবনের উত্তর এবং দক্ষিণ প্লাজা ঘুরে দেখেন বিদেশি অতিথিরা।

চিফ হুইপ, হুইপ ও অন্য কর্মকর্তারা তাদের সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম এবং ভবনের স্থাপত্যকর্ম বর্ণনা করেন। এ সময় অতিথিদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তারা।

এইচএস/এমএমএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।