বিশ্বের ৫৭ ভাগ ভোটার ২০ থেকে ৪৪ বছর বয়সী


প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৪ এপ্রিল ২০১৭

বিশ্বের ৫৭ শতাংশ ভোটারের বয়স ২০ থেকে ৪৪ বছর। এর মধ্যে ৩০ বছরের কম বয়সী মাত্র ১ দশমিক ৯ শতাংশ তরুণ সংসদ সদস্য রয়েছেন। রাজনীতি বিমূখতার কারণে এদের অধিকাংশ ভোট কেন্দ্রে যেতে অনাগ্রহী। তবে তরুণ এমপিদের মধ্যে নারী ও পুরুষের অনুপাত ৬০ : ৪০।

মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে আইপিইউ সম্মেলনের চতুর্থ দিন ‘ফোরাম অব ইয়ং পার্লামেন্টেরেয়িানস’এর পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

১২৮টি দেশের এমপিদের ওপর ‘ইয়ুথ পার্টিসিপেশন ইন ন্যাশনাল পার্লামেন্ট ২০১৬’ শীর্ষক এ গবেষণা জরিপ চালানো হয়েছে। প্রতিবেদনটি উপস্থাপন করেন আইপিইউ’র জেন্ডার পার্টনারশীপ প্রোগ্রামের প্রধান এমপি জিইনা হিলাল।

হিলাল বলেন, গবেষণায় বয়সসীমার তুলনামূলক চিত্রে দেখা যায়, বিশ্বে সংসদ সদস্যের মধ্যে ৩০ বছরের নিচে রয়েছেন মাত্র ১ দশমিক ৯ শতাংশ। ৪০ বছরের নিচে ১৪ দশমিক ২ শতাংশ এবং ৪৫ বছরের নিচে ২৬ শতাংশ। যদিও ২০ থেকে ৪৪ বয়সসীমার ভোটার রয়েছেন ৫৭ শতাংশ।

সবচেয়ে বেশি তরুণ এমপি রয়েছে সুইডেনে। দেশটিতে ১২ দশমিক ৩ শতাংশ এমপি ৩০ বছরের মধ্যে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইকুয়েড, ১০ দশমিক ৯ শতাংশ। তৃতীয় স্থানে ফিনল্যান্ড ১০ দশমিক ৫ শতাংশ, নরওয়ে ১০ দশমিক ৮ শতাংশ।

Voter

৪০ বছরের নিচে বয়সী এমপিদের মধ্যে ডেনমার্কে রয়েছে ৪১ দশমিক ৩ শতাংশ, এনডোরা ৩৯ দশমিক ৩ শতাংশ ও ইকুয়েডর ৩৮ শতাংশ। ৪৫ বয়সের নিচে ওমানে ৬৫ দশমিক ৯ শতাংশ, ইথিওপিয়া ৬৩ দশমিক ৬ এবং এনডোরা ৬০ দশমিক ৭ শতাংশ। এছাড়া ২০ থেকে ৪৪ বছর বয়সীদেরকে এ সমীক্ষায় তরুণ এমপি হিসেবে বিবেচনা করা হয়েছে।

মূল প্রবন্ধে বলা হয়, আমেরিকা-ইউরোপ-আফ্রিকান দেশগুলোতে ৩০ বছরের নিচের বয়সী সর্বাধিক এমপি রয়েছে। তরুণ এমপিদের মধ্যে পুরষ ও নারী অনুপাত হচ্ছে ৬০ : ৪০। এছাড়া মাত্র ৯টি দেশের সাম্প্রতিক নির্বাচনে ৪৫ বছরের নিচের বয়সী ৫০ শতাংশ এমপি নির্বাচিত হয়েছেন। বিশ্বে এক দশমিক ২ বিলিয়ন (১২০ কোটি) তরুণ ভোটার রয়েছে।

ফোরাম অব ইয়ং পার্লামেন্টেরেয়িানসের প্রেসিডেন্ট মাওরিন জানান, সংসদে তরুণদের প্রতিনিধিত্ব খুবই নগণ্য। তরুণরা রাজনীতিতে আসতে অনীহাও প্রকাশ করে। কিন্তু আইপিইউ সম্মেলনকে কেন্দ্র করে তরুণদের ভোটের রাজনীতিতে আরও সক্রিয় করতে ভুমিকা রাখা যাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হতে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে অর্থ, ভোটারদের সাড়া পাওয়া, রাজনীতির মনোনয়ন নিশ্চিত করাসহ নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে।

নিজের দেশের বৈষম্যমূলক পরিস্থিতি তুলে ধরে মাওরিন জানান, ১৮ বছর বয়সে সবাই প্রাপ্ত বয়স্ক হয়। এ সময় তাকে সাজার আওতায় এনে প্রয়োজনে জেলেও পাঠানো হয়। কিন্তু একই বয়সে কাউকে সংসদে মনোনয়ন দেয়া হচ্ছে না।

‘সুখের বিষয়, বিশ্বের প্রায় সব দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ইয়ং উইং থাকে। কলেজ-বিশ্ববিদ্যালয়, ছাত্র রাজনীতির মাধ্যমে তরুণরা নিজেদের তৈরি করার ক্ষেত্র প্রস্তুত করে নিতে পারে।’

সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রেসিডেন্ট উগান্ডার তরুণ এমপি মাউরিন অসরো বক্তব্য রাখেন। এছাড়া সম্মেলনে মিডিয়া স্পোকস পার্সন জেন মিলিগানও উপস্থিত ছিলেন।

এইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।