২২ এপ্রিল : এক নজরে সারাদিনের খবর
পাকিস্তানকে বাংলাওয়াশ করলো টাইগাররা
১৬ বছরের অপেক্ষার জয় দিয়ে শুরু। এরপর সিরিজ জয়। বাড়তে থাকে প্রত্যাশা। আর ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা পূরণে আত্ববিশ্বাসী টাইগারদের সাবলীল খেলা। সব মিলিয়ে টাইগারদের অসাধারণ এক ক্রিকেট সিরিজ দেখল জাতি। অপ্রতিরোধ্য আজ বাংলাদেশ দল। থামাবার শক্তি যেন নেই কারো।
সেই বিশ্বকাপ থেকে শুরু। দূর্দান্ত পারফরম্যান্স। এরপর মিরপুর স্টেডিয়াম। এরআগে এতোটা ধারাবাহিক সাফল্য বাংলাদেশের মানুষ আর দেখিনি।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করল সৌম্য
ক্যারিয়ারের সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশের তরুণ ওপেনার সৌম্য সরকার। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ম্যাচে এ সেঞ্চুরি করেন তিনি।
খালেদার গাড়িবহরে ফের হামলা
পঞ্চম দিনে নির্বাচনী প্রচারে নামার পর হামলার শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে বাংলামোটরে তার গাড়িবহরে এ হামলা চালানো হয়। এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে বের হয়েছিলেন তিনি।
মানবতাবিরোধী অপরাধ : মাহিদুর ও চুটুর রায় যে কোনো দিন
মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে যে কোন দিন রায় (সিএভি) ঘোষণার জন্য রাখা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।
ব্যাংক ডাকাতি : আইজিপিকে গভর্নরের চিঠি
সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল ইসলামকে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। একইসঙ্গে ওই চিঠিতে ব্যাংকের নিরাপত্তা বিধানে শাখা সংশ্লিষ্ট থানাকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।
পিএসসির নতুন সদস্য অধ্যাপক আব্দুল জব্বার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁনকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
চার প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ বৃহস্পতিবার
রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ : একজনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন
রংপুরে স্কুলছাত্রী মাসুদা আক্তার মনির শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়েরকৃত মামলার আড়াই বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। বুধবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এ রায় ঘোষণা করেন।
খালেদা জিয়া নিরাপত্তা নিতে চাননি : ডিএমপি কমিশনার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় প্রধান দুই দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। এ ঘটনায় উভয় দলের পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলাও করা হয়েছে। এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিকরা। এরই মধ্যে জার্মান বেতার ডয়েচ ভেলেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচার চালানোর আগে খালেদা জিয়া নিরাপত্তা নিতে চাননি।
একে/আরআই