জাবি শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:০২ পিএম, ২২ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তানজিমুল হক অয়ন ও নুসরাত জেরিন জিনিয়ার চিকিৎসার জন্য যথাক্রমে ২০ লাখ ও ১০ টাকা অনুদান করেছেন। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিমুল হক অয়ন পরিবারের অপর দুই সদস্যের সঙ্গে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর এক অটোরিকশায় পেট্রোল বোমা হামলার শিকার হয়ে অগ্নিদগ্ধ হন। তারা বর্তমানে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। ২০ দলীয় জোটের দেশব্যাপী অবরোধের ডাক দেয়ার মাত্র ৬ ঘণ্টা পর রাজধানীর কাজীপাড়ায় তিনি ওই হামলার শিকার হন।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র নুসরাত জেরিন জিনিয়া তিন মাস ধরে গুরুতর ব্লাড ক্যান্সারে ভুগছেন। তিনি বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

জাবি উপাচার্য প্রফেসর ড. ফারহানা ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।