‘অযৌক্তিক’ আন্দোলনে বিমানের নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০২:২০ পিএম, ০২ এপ্রিল ২০১৭

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা অত্যাবশ্যকীয় ঘোষণার মাধ্যমে সব ধরনের ‘অযৌক্তিক’ আন্দোলনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এর মাধ্যমে রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমানের সিবিএ (শ্রমিক-কর্মচারীদের সংগঠন) ও বাপার (বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন) মতো সংগঠনগুলোর ধর্মঘট, কর্মবিরতি, অবরোধসহ সব আন্দোলন কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়া হলো। বিমানের সেবা নির্বিঘ্ন এবং শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে।

তবে বিমান শ্রমিক লীগ সিবিএ সভাপতি মো. মশিকুর রহমান জাগো নিউজকে বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকাশিত নিষেধাজ্ঞায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। যৌক্তিক আন্দোলনের ক্ষেত্রে প্রকাশিত গেজেটে কোনোভাবেই প্রযোজ্য নয়।

উল্লেখ্য, গত ৭ বছর ধরে বন্ধ থাকা পদোন্নতি, অস্থায়ীদের স্থায়ীকরণসহ বিভিন্ন বিষয়ে আন্দোলন করে আসছে বিমান শ্রমিক লীগ, সিবিএ।

আরএম/এমএমএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।