ঢাকা ছাড়লেন ভারতীয় সেনাপ্রধান


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০২ এপ্রিল ২০১৭

তিনদিনের সরকারি সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত। রোববার বিকেলে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এ সময় সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বিমানবন্দরে ভারতীয় প্রতিনিধি দলটিকে বিদায় জানান।

এর আগে গত ৩১ মার্চ স্বস্ত্রীক ঢাকা আসেন তিনি। সফরে জেনারেল বিপিন রাওয়াত চার সদস্যের একটি প্রতিনিধি দলের নেতত্ব দেন।

India

সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একটি যুদ্ধক্ষেত্রসহ কয়েকটি সামরিক স্থাপনা পরিদর্শন করেন তিনি।

জেপি/এমএমএ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।