ধানমণ্ডিতে যুবলীগ নেতার মরদেহ, ওসি বললেন আত্মহত্যা


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২২ এপ্রিল ২০১৫

রাজধানীর ধানমণ্ডি ১ নম্বরের নিজ বাসা থেকে যুবলীগ নেতা এনায়েত কবির চঞ্চলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টায় খবর পেয়ে চঞ্চলের বাড়ির গ্যারেজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। চঞ্চল যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।

ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে একে ‘আত্মহত্যা’ দাবি করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

তিনি জাগো নিউজকে বলেন, ‘চঞ্চলের শরীরের গুলিটি তার নিজের পিস্তল দিয়ে চালানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা একে আত্মহত্যা বলা যায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।’

চঞ্চলের পিস্তলটি লাইসেন্স করা ছিল বলে জানান আবু বক্কর সিদ্দিক। চঞ্চলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

#ধানমণ্ডিতে যুবলীগ নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

এআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।