ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১০


প্রকাশিত: ১০:২২ এএম, ২৫ আগস্ট ২০১৪

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে মন্দিরে পদদলিত হয়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন। সোমবার সকালে সাতনা জেলার চিত্রাকুটের কামতানাথ মন্দিরে এ ঘটনা ঘটে। সেখানে সোমভাতি অমাবস্যা উপলক্ষে আয়োজিত উৎসবে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পাওয়ান শ্রীবাস্তব জানান, পুণ্যার্থীরা মন্দিরে হেঁটে যাওয়ার সময় ভিড়ের মধ্যে কেউ কেউ মাটিতে পড়ে গেলে পদদলিত হন। সাতনা জেলার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই নারী।

ওই উৎসবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
প্রত্যেক নিহতের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।