অবশেষে একসঙ্গে সোনিয়া-মমতা


প্রকাশিত: ০৮:১৪ এএম, ২২ এপ্রিল ২০১৫

ক্ষমতায় থাকাকালীন দীর্ঘ দশ বছরে কখনই কোন ইস্যুতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সঙ্গে একমত  হতে পারেন নি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে এবার হয়েছেন। তবে যে ইস্যুতে সোনিয়া-মমতা এক হলেন ক্ষমতায় থাকাকালীন সে ইস্যুতেই তারা বিপরীত অবস্থানে ছিলেন।    
জানা গেছে, ভূমি অধিগ্রহণ বিল, সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনে মমতার সফলতা দেখে মোদী সরকারের জমি বিলের বিরুদ্ধে এখন রাস্তায় নেমেছে কংগ্রেস।

জমি অধ্যাদেশ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধ ছবিটাও মঙ্গলবার ফুটে উঠেছে। লোকসভায় এই অধ্যাদেশ পেশ হতেই বিরোধীরা হইচই শুরু করে দেন। নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ওয়াকআউট করে কংগ্রেস, তৃণমূল।
জমি অধ্যাদেশ নিয়ে এ দিন সংসদের ভিতরে বিরোধী দলগুলোকে একজোট করতে সফল হয়েছেন সোনিয়া গান্ধী। তৃণমূলের সঙ্গে সমন্বয় করেই এগিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের লোকসভার নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, তৃণমূলের সঙ্গে আলোচনা করেই আমরা এই বিরোধিতা করছি। তৃণমূল নেতৃত্বের দাবি, জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসন সরানো সম্ভব হয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।