নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি : রব
নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। নির্বাচন কমিশনে নিজেদের মধ্যেও লেভেল প্লেয়িং ফিল্ড নেই। বর্তমান নির্বাচন কমিশনের কাছ থেকে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন না জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জেএসডি সমর্থিত মেয়র প্রার্থী সফিউল আলম খোকনের সমর্থনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রব এসব কথা বলেন। এছাড়া সরকার পরিস্থিতি খারাপ দেখলে নির্বাচন বন্ধ করে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রব।
রব বলেন, দেশে বিদ্যমান রাজনৈতিক সঙ্কট অব্যাহত রেখে হঠাৎ করে নির্বাচন ঘোষণার তিনটি কারণ রয়েছে। একটি হচ্ছে, মূল রাজনৈতিক সঙ্কট থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নেয়া, জনগণকে ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের ঘটনা ভুলিয়ে দেয়া।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী সফিউল আলম খোকন এবং নাগরিক ঐক্যের চট্টগ্রামের আহ্বায়ক নূরুল আফসার মজুমদার স্বপন।
এমজেড/এমএএস/আরআই