আইপিইউ সম্মেলন ঘিরে নিরাপত্তার চাদরে রাজধানী


প্রকাশিত: ০৬:৩০ এএম, ০১ এপ্রিল ২০১৭

বাংলাদেশে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মতো বড় কোনো সম্মেলন। এ উপলক্ষে অনুষ্ঠানস্থলসহ পুরো ঢাকা শহর থাকবে নিরাপত্তা চাদরে।

শনিবার বেলা সোয়া ১১টায় সংসদ ভবন এলাকায় সম্মেলনস্থলের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল।

সম্মেলন ঘিরে কোনো ধরনের হুমকি রয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো থ্রেট নেই। আমরা বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নিয়েছি।

মন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন করতে সুদৃঢ় পদক্ষেপ নেয়া হয়েছে। সম্মেলন চলবে বুধবার পর্যন্ত। এর মধ্যে দুইদিন এইচএসসি পরীক্ষা রয়েছে। এ সময়ের মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থায় র্যাব, বিজিবি, পুলিশ, গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে কাজ করবে।

নিরাপত্তা ইস্যুতে কোনো দেশ আইপিইউ সম্মেলনে যোগদান থেকে এবার বিরত রয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। ১৩২টি দেশ অংশ নিচ্ছে। গতকাল পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের তথ্যমতে ১১৫০ জন চলে আসছে। আজকের মধ্যে আরও ১৪০০ জন আসবেন।

ঢাকাবাসীর কাছে আমার বিনম্র অনুরোধ, জরুরি কোনো কাজ ছাড়া কেউ যেন যানবাহন নিয়ে রাস্তায় না নামেন। আইপিইউ সম্মেলন ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে যেন সম্পন্ন করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার, তেজগাঁও এর ডিসি, এডিসি, ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।