কিশোরগঞ্জে হীরাজুরি বাঁধে ফাটল : আতঙ্কে কৃষকরা


প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২১ এপ্রিল ২০১৫

কিশোরগঞ্জের মিঠামইনে ফসল রক্ষায় নির্মিত হীরাজুরি বাঁধে ফাঁটল দেখা দিয়েছে। মঙ্গলবার ভোরে বোরো ফসল রক্ষা এ বাঁধে ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার হাজার হাজার কৃষক।

এলাকাবাসী জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ঘোড়াউত্রা নদীর পানি বেড়ে যাওয়ায় পানির প্রবল চাপে টুকরি ও নামাবন হাওরের বোরো ফসল রক্ষাকারী হীরাজুরী বাঁধে ফাটল দেখা দেয়। এতে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত কৃষক ও এলাকাবাসী বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কৃষকদের জড়ো করেন। সকাল থেকে শত শত কৃষক কোদাল, কুন্তি, ঝুঁড়ি, বস্তা নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যান।

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা শাহীনুর আলম জানান, খবর পেয়ে কৃষি বিভাগের লোকজনদের বাঁধ এলাকায় পাঠানো হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অমিতাভ দাস জানান, বাঁধে সামান্য ফাটল দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বাঁধ মেরামতে কাজ করছেন।

এসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।