জবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২১ এপ্রিল ২০১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ক্রীড়াই তারুণের প্রতীক। উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য সুস্থদেহ ও মন থাকা আবশ্যক। আর সুস্থদেহ ও মন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এ প্রতিষ্ঠান থেকে দেশের নামকরা ক্রীড়াবিদ বেরিয়ে আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ক্রীড়া উপ-কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. সানোয়ার হোসেনের সঞ্চালনায় ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো আবুল হোসেন, ছাত্র-কল্যাণ পরিচালক নাসির উদ্দিন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন উপাচার্যসহ অতিথিবৃন্দ।

প্রসঙ্গত, জবি শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে খেলার মাঠে (ধূপখোলা মাঠ) ১৯ ও ২০ এপ্রিল অনুষ্ঠিত প্রতিযোগিতায় একত্রিশটি বিভাগের দশটি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা আলাদাভাবে ঊনিশটি পর্বে অংশগ্রহণ করে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।