লে. কর্নেল আজাদকে জাতীয় বীর ঘোষণার দাবি ইমরানের
সিলেটের জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে নিহত র্যাবের গোয়েন্দাপ্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে জাতীয় বীর ঘোষণার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার।
ফেসবুক দেয়া স্ট্যাটাসে ইমরান এ দাবি জানিয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ স্ট্যাটাস দেন তিনি।
ইমরান ফেসবুকে লিখেছেন- ‘দেশ ও মানুষ বাঁচাতে প্রাণ দেয়া দেশপ্রেমিক সেনা কর্মকর্তা লে. কর্ণেল আজাদকে জাতীয় বীর ঘোষণার দাবি জানাই। কর্নেল আজাদ বেঁচে থাকুক সাহসী মানুষের হৃদয়ে...’
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার পাশে বোমা বিস্ফোরণে লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। ওই রাতে তাকে হেলিকপ্টারে সিএমএইচে নিয়ে আসা হয়। পরদিন সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় হয়।
তবে বুধবার চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় এনে আবারও সিএমএইচে রাখা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
এনএফ/পিআর