সিটি কর্পোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া কার্যকরের দাবি


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ৩১ মার্চ ২০১৭

ঢাকা সিটি কর্পোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া রেট কার্যকর করার দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ নামক একটি সংগঠন।

পাশাপাশি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ বাস্তবায়ন ও হাইকোর্টের নির্দেশনা মোতাবেক বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন গঠনের নির্দেশ কার্যকর করার দাবিও জানায় সংগঠনটি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ির মালিক ও ভাড়াটিয়া দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ১৯৯১ সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন জাতীয় সংসদে পাস হয়। বর্তমানে কোনো বাড়ির মালিক এই আইন মানছেন না। বাড়ি ভাড়া, অফিস ভাড়া নিতে বা দিতে হলে বাড়ি ভাড়া আইনে বলা আছে ১ মাসের বেশি অগ্রিম নেয়া যাবে না। ভাড়া বৃদ্ধি করতে হলে রেন্ট কন্ট্রোলের অনুমতি নিতে হবে। অথচ বাড়ির মালিকরা এর কিঞ্চিৎও মানেন না।

তারা বলেন, ঢাকা সিটি কর্পোরেশনে ২০০৭ সালে ঢাকা শহরের ৭৭৫টি এলাকায় ১০টি রাজস্ব আবাসিক, বাণিজ্যিক, শিল্প, কাঁচাবাড়ি, পাকা ঘর, সেমি পাকা, মেইন রোডের ৩শ ফিট ভিতরে এবং বাইরে ৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত প্রতি স্কয়ার ফিট ভাড়া নির্ধারণ করা হয়েছে। আমরা এই নির্ধারিত ভাড়া কার্যকর করার দাবি জানাচ্ছি।

আয়োজক সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহম্মাদ মোস্তফা, জামাল শিকদার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম প্রমুখ।

এএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।