জাতীয় নদী অলিম্পিয়াড শুরু হচ্ছে শনিবার


প্রকাশিত: ০২:২৪ এএম, ৩১ মার্চ ২০১৭

‘জানবে যদি, জাগবে নদী প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে  ‘রিভারাইন পিপল-সমকাল সুহৃদ সমাবেশ জাতীয় নদী অলিম্পিয়াড’ এর বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্ব।

আগামীকাল শনিবার (১ এপ্রিল)  সকাল সাড়ে ৯ টায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। এতে ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে নদী সম্পর্কে জানাতে, জানার আগ্রহ বাড়িয়ে তুলতে স্বেচ্ছাসেবী নদীবিষয়ক সংগঠন রিভারাইন পিপল  এবং সমকাল সুহৃদ সমাবেশ ‘রিভারাইন পিপল-সমকাল সুহৃদ সমাবেশ জাতীয় নদী অলিম্পিয়াড’ আয়োজন করেছে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আয়োজন বিশ্বেও প্রথমবারের মতো অনুষ্ঠিত নদীবিষয়ক অলিম্পিয়াড।

তারা জানান, নদীকে বাঁচাতে জানতে হবে নদীর অবদান ও গুরুত্ব, তথা নদীর রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও ভালোবাসা। জাতীয় ও আন্তর্জাতিক নানা চক্রান্ত, দখল ও দূষণে নদীমাতৃক বাংলাদেশের অধিকাংশ নদী আজ মৃতপ্রায়। আমরা জানি না নদী আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নদী যদি না থাকে আগামীতে চরম পরিবেশ বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদের অস্তিত্ব পরবে হুমকির মুখে। তাই নদীর মতো গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে, দেশে নদীর প্রয়োজনীয়তা ও নদীবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।

এএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।