পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযানে ১০১ মামলা, ৮ চালকের জেল
পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০১টি মামলা ও দুই লাখ ৩৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আট চালকের জেল ও দুটি বাস ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ঢাকা জেলা প্রশাসন।
এসব অভিযানে ডিএসসিসি, বিআরটিএ, ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোসাম্মত জোহরা খাতুন, মাজহারুল ইসলাম, মুনিবুর রহমান, তাছলিমা এবং মামুন সরদার দায়িত্ব পালন করেন।
অভিযানের বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০ বছরের বেশি বয়সী পুরনো গাড়ির পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হচ্ছে।
এছাড়া গাড়ির ফিটনেস, রুট পারমিট, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে কিনা তাও দেখা হচ্ছে। যাদের এসব নেই কিংবা আইন ভঙ্গ করে গাড়ি চালাচ্ছেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেয়া হয়েছে।
মএসএস/বিএ