খালেদার কার্যালয়ে বিদেশি কূটনীতিকরা


প্রকাশিত: ১০:৪০ এএম, ২১ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেছেন কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের প্রতিনিধিরা। মঙ্গলবার বিকেল ৪টায় পর ক্রমান্বয়ে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

সরেজমিনে দেখা গেছে, কূটনীতিকদের মধ্যে জাপান ও সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ফ্রান্স, কাতার, তুরস্ক, পাকিস্তান, রাশিয়া ও ইইউ প্রতিনিধিরা রয়েছেন।

এদিকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ, এম এ কাইয়ুম ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব. ফজলে এলাহী আকবর।

কার্যালয় সূত্র জানায়, বিদেশি কূটনীতিকরা খালেদা জিয়ার উপর হামলার খোঁজ-খবর নিবেন এবং ক্ষতিগ্রস্ত গাড়িও দেখবেন।

এমএম/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।