সরকারের সঙ্গে সেতুবন্ধনের কাজ করছে গ্রাম পুলিশ


প্রকাশিত: ১১:৫৩ এএম, ২০ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপত্তা, মানবাধিকার রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গ্রাম পুলিশ সরকারের সাথে সেতুবন্ধনের কাজ করছে।

সোমবার রাজধানীর গুলিস্তান কর্নেল তাহের মিলনায়তনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী এ জন্য গ্রাম পুলিশের রাষ্ট্রীয় মর্যাদা, বেতন স্কেল নির্ধারণসহ জীবন মানোন্নয়নে এলজিআরডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন।

এছাড়া ২০ দলীয় জোটের সাম্প্রতিক আন্দোলনে সড়ক, সেতু ও রেলপথসহ বিভিন্ন স্থাপনা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের হতাহতের ঘটনা ঘটে উল্লেখ করে মন্ত্রী গ্রাম পুলিশের ৭-দফা দাবি পূরণে এলজিআরডি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তার ঘোষণা দেন।

সংগঠনের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- সাংসদ ইস্রাফিল আলম, সাংসদ শিরিন আক্তার, সংগঠনের নেতা মো. মোস্তফা কামাল, মো. মোজাম্মেল হক, ওবায়দুল হক, জহিরুল হক ও শ্রমিক নেতা নইমুল আহসান জুয়েল।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।