দ. কোরিয়ার বিদায়


প্রকাশিত: ১১:৩৫ পিএম, ২৬ জুন ২০১৪

এশিয়ার শেষ অাশা ধুসর করে দিয়ে বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ স্বপ্ন জিইয়ে রাখতে এই খেলায় জয়ের বিকল্প ছিল না দক্ষিণ কোরীয়দের। তবে তার জন্য ছিল বেশ কিছু শর্তও। তবে বেলজিয়ামের কাছে হারের ফলে বিশ্বকাপের দ্বিতীয় পর্বটা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল তাদের।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় সাও পাওলোতে খেলতে নামে দুই দল। প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়াকে হতাশ করে বেলজিয়ামের স্ট্রাইকার জেন বারটনজেন। খেলার ৭৭ মিনিটে একমাত্র গোলটি করে বেলজিয়ামকে এগিয়ে নেন তিনি।

এরপর বহু চেষ্টা করেও দক্ষিণ কোরিয়া অার খেলায় ফিরতে পারেনি। অার এই জয়ের ফলেই গ্রুপে টানা তিন জয় নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে বেলজিয়াম।

সমানসংখ্যক খেলায় এক ড্র নিয়ে দক্ষিণ কোরিয়ার স্থান তলানিতে। এই গ্রুপের অন্য দুই দলের মধ্যে অালজেরিয়া রাশিয়াকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।