আইন অমান্য করে মোটরসাইকেল আমদানি


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ২০ এপ্রিল ২০১৫

আমদানি নীতি (২০১২-২০১৫) অনুযায়ী, ১৫৫ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছে, এ আদেশ থাকা সত্ত্বেও উচ্চ ক্ষমতাসম্পন্ন অধিক সিসির বেশকিছু মোটরসাইকেল আমদানি করা হয়েছে।

রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এসব মোটরসাইকেল যেন দেশের অভ্যন্তরে প্রবেশ করে কোনো প্রকার জনস্বার্থবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে না পারে সে লক্ষ্যে কাস্টমস গোয়েন্দাদের তৎপরতায় চালানটির খালাস প্রক্রিয়া থেমে আছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, সঠিক সিসি নির্ধারণের লক্ষ্যে আদালতের রায় অনুযায়ী বুয়েটে পরীক্ষণের জন্য ছয়টি মোটরসাইকেলের নমুনা প্রেরণ করে যে প্রতিবেদন পাওয়া যায় তা সন্তোষজনক নয় উল্লেখ করে শুল্ক গোয়েন্দা ইতোমধ্যে মতামত প্রদান করেছে।

এসএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।