আব্বাসের ইশতেহারে যা থাকছে


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ২০ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের ইশতেহার সোমবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঘোষণা করা হবে।

জানা গেছে, আব্বাসের ইশতেহারে ১০ দফায় প্রায় ৯৮টি প্রতিশ্রুতি থাকছে। তার ইশতেহারে প্রথমেই রাখা হবে নাগরিক সেবা। পরবর্তীতে ক্রমান্বয়ে নাগরিক বিনোদন, স্বাস্থ্যসেবা, শিক্ষা খাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তির ঢাকা সমাজ সেবা, জননিরাপত্তা ও নগর পরিকল্পনা-প্রশাসন দিয়ে ইশতেহার সাজানো হয়েছে।

১০ দফায় সব মিলিয়ে ৯৮টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মির্জা আব্বাস। আদালতের নিষেধাজ্ঞা থাকায় তিনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে থাকছেন না বলে জানিয়েছেন তার ঘনিষ্টজনরা।

এমএম/আরাআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।